Main Menu

এমন শরীরের জন্য কাঁদলেন বিদ্যা (ভিডিও)

মানুষের শারীরিক গঠন খুবই গুরুত্বপূর্ণ। আর বেশির ভাগ ক্ষেত্রেই এর শিকার হয় নারীরা। যাকে ‘বডি শেমিং’ বলা হয়। শারীরিক গঠন ‘ভালো’ না হলে নারীদের ঘরে-বাইরে নানা রকম আপত্তিকর কথার মুখোমুখি হতে হয়।

কিন্তু কেন এই বৈষম্যের শিকার হতে হয় নারীদের? এবার সেই বৈষম্যের বিরুদ্ধেই কথা বললেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তিনি কথা বলেছেন ‘বডি শেমিং’ এর বিরুদ্ধে। তবে নিজের শারীরিক গঠনের প্রসঙ্গ ধরে কথা বলতেই কেঁদে ফেলেন বিদ্যা বালান।

বলিউডের এই অভিনেত্রীর শারীরিক গঠন মোটার কারণে নায়িকা হবার পর অনেক কটূক্তি শুনতে হয়েছে তাকে। একাধিকবার বডি শেমিংয়ের শিকার হতে হয়েছে। আর এটি নিয়েই সোচ্চার হয়েছেন তিনি।

ভিডিওতে দেখা যাচ্ছে, গানের ভাষায় নিজের শারীরিক গঠন নিয়ে কথা বলছেন বিদ্যা বালান। এ সময় কথা বলতে বলতে কেঁদে ফেলেন। নিজের মোটা শরীরের জন্য অনেকবার তাকে জোকস শুনতে হয়েছে— সে কথাও জানিয়েছেন। তবে এসব সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনটাকে নিজের মতো করে বাঁচার পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী।Related News

Comments are Closed