Main Menu

বিছানায় জেতে ধনী পুরুষের সন্ধানে অভিনেত্রী

ঘানায় জন্মগ্রহণ করা আফ্রিকান বংশোদ্ভুত কিসা বেকলে কাজ করেছেন হলিউডের বেশ কয়েকটি ছবিতে পার্শ্বচরিত্র হিসেবে। তবে আবেদনময়ী ও খোলামেলা ফটোশুটের জন্য আলোচিত হয়েছেন বারবার।

সম্প্রতি একটি টিভিতে দেয়া সাক্ষাৎকারে কিসা আলোচনার উত্তাপ বাড়িয়ে দিলেন। তিনি সেখানে বলেন, কারো সাথেই বিছানায় যেতে তার আপত্তি নেই। তবে সেই পুরুষটিকে অবশ্যই ধনী হতে হবে।

তার এমন মন্তব্য তোলপাড় চলছে ইন্টারনেট দুনিয়ায়। কিসা আরো বলেন, ‘এমন কোনো পুরুষের সংস্পর্শেই তিনি আসতে চান যিনি তার স্ট্যাটাসের সঙ্গে মানানসই হবেন। অনেক পয়সাওয়ালা হবেন। তাকে খুশি করতে পারবেন যা ইচ্ছে তা দিয়ে।’

টিভি শোর উপস্থাপক জিওনফেলিস্কের সঙ্গে কথ বলার সময় একটি আনকাট শো-তে তিনি একথা বলেছেন। একইসঙ্গে তিনি জানান, তিনি এই মুহূর্তে সিংগেল রয়েছেন। নতুন কোনও পুরুষের সঙ্গে ডেট করতে মুখিয়ে আছেন।

এদিকে ডান্সহল কিং সাট্টা ওয়েলের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও সে জানায় তার কারো সঙ্গেই একাধিক সম্পর্ক নেই বা ছিলো না। এ প্রেম নিয়েও তিনি বিতর্কিত মন্তব্য করেন।

কিসা বলেন, ‘ডান্সহল আমার প্রেমিক নয়। একজন ভালো বন্ধু। তবে তিনি আমার ‘বেডরুম’ খুব ভালো চেনেন!


Related News

Comments are Closed