Main Menu

বেনাপোলে ডিবি’র অভিযানে ১টি ওয়ান শুটারগান ১রাউন্ড গুলি ও ইয়াবাসহ দুইজন আটক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ১টি ওয়ান শুটারগান ১রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক।

মঙ্গলবার ভোর রাতে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) মারুফ আহম্মদ এর নেতৃত্বে বিশেষ অভিযান ডিউটি চলাকালীন জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই মোঃ শামীম হোসেনে, এএসআই মোঃ হোসেন আলী সংগীয় ফোর্সসহ বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ সাত(৭)মামলার আসামী আব্দুর করিম মাস্টার(৪০) ও হাসানুজ্জামান হাসান(৩৪)কে ১টি ওয়ান শুটারগান ১রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুইজনকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখা(ডিবি) অফিসার্স ইনচার্জ মারুফ আহম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ দুইজন ব্যবসায়ীকে আটক করি। আটককৃত আসামীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা রুজু করা হইয়াছে।


Related News

Comments are Closed