Main Menu

মাত্র ১০ বছর বয়সে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্টার আর সান নামের দুই জমজ ভাইয়ের মৃত্যু ! গ্রামে শোকের ছায়া !

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ পৃথিবীতে এসেছিলো তারা এক সাথে। আবার এক সাথেই তাদের চির প্রস্থান। তবে স্বাভাবিক নয়। মাত্র ১০ বছর বয়সে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় স্টার আর সান (১০) নামের দুই জমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার দু’ভাইয়ের মরদেহ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামে পৌছালে এক হৃদয়র বিদার দৃশ্যের অবতারণা হয়। তারা খুলনা রেলওয়ে পুলিশের এএসআই খুরশিদ আলমের ছেলে। পিতার চাকরীর সুবাদে সপরিবারে খুলনায় বসবাস করতো। নিহত দুই ভাইয়ের চাচা উজ্জল হোসেন শনিবার বিকালে জানান, শুক্রবার খুলনার আড়ংঘাটা উপজেলার বড়ইতলা নামক স্থানে মোটর সাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘষে ঘটনাস্থলে মোটর চালক হৃদয় ও স্টার নিহত হয়। স্টারের অপর ভাই সানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু ঘটে। আনুষ্ঠানিকতা শেষে শনিবার দুপুরে দু’ভাইকে দাফনের জন্য আনা হয় ঝিনাইদহের কালীগঞ্জের আগমুন্দিয়া গ্রামে। শোকের ছায়া নেমে আসে গ্রামটিতে। স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। দুপুরে জানাজা শেষে তাদের দু’ভাইকে দাফন করা হয়।


Related News

Comments are Closed