Main Menu

শার্শায় র‌্যাবের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শায় র‌্যাব-৬ এর অভিযানে ১৩১ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক।

গত শুক্রবার ভোর রাতে যশোর র‌্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার অতিঃ পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম এর নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন গোপীনাথপুর গ্রামের মৃত শুকুর আলীর বসত বাড়ীর কাঠ রাখার ঘর থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ(৫৫)কে ১৩১ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয়। আটক আব্দুল ওয়াহেদ গোপীনাথপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

র‌্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার অতিঃ পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম আমাদের প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ১৩১ বোতল ভারতীয় ফেন্সিডিলিসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি আরো বলেন আটককৃত মাদকসহ মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।


Related News

Comments are Closed