Main Menu

মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মমিনুল ইসলাম: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এবং উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল শনিবার (১৮ মে) মতলব  উপজেলা কমপ্লেক্স চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়া ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহম্মেদ। বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সহ-সভাপতি ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী (দুলাল), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম‌এ ওয়াদুদ, কেন্দ্রীয় যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জাকিয়া সুলতানা সেফালী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য রফিকুল ইসলাম।
আলোচনার শেষে সকলের মাঝে ইফতার বিতরণ করেন।


Related News

Comments are Closed