Main Menu

ক্ষমা করে দিও || পাল সুস্মিতা

ঝাপসা কাঁচে আবছা আঁচে জানালায় ওইপাশ,
এইপাশে প্রলেপ জমায় এক-একটা দীর্ঘশ্বাস।
টুকরো টুকরো ভুলগুলো ভাঙছে মনের বোধ,
অনুশোচনা নিচ্ছে আজ দারুণ প্রতিশোধ।
পারিনি তোমার ষড়ঋতুর আলো-ছায়া হতে,
পারিনি তোমায় অনেক প্রেমে একটু ভালো রাখতে।
ভেবেছ তুমি?
কত সময় কেটে গেছে হয়ে মুখোশধারী,
আর আমি!
ও-গলি সে-গলি ঘুরে ফিরে এই গলিতেই থামি।
তোমার লিখা ছেঁড়া পৃষ্ঠা শিখিয়েছে চিনতে,
নষ্ট-বেঈমান পৃথিবীতে পবিত্রতার মানে।
দিনে-রাতে ভিতরজুড়ে ভীষণ তোলপাড়,
দুরত্বটা যায়নি মাপা, এইপার-ঐপার।
সৃষ্টিকর্তা তারে তুমি অনেক ভালো রেখো।
শুনছো তুমি?
হ্যাঁ, বুকের বা’পাশটাকেই বলছি,
যদি পারো এই অমানুষটাকে ক্ষমা করে দিও।


Related News

Comments are Closed