Main Menu

মেঘনা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবিতে মতলবের ব্যবসায়ীদের দুই কোটি টাকার ক্ষতি।

 মমিনুল ইসলাম: মেঘনা নদীর গজারিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে ব্যবসায়ীদের পণ্যভর্তি একটি ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় দুই কোটি টাকার পণ্য নদীতে বিলীন হওয়ার খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার ভোরে ঢাকার সদরঘাট  থেকে শতাধিক ব্যবসায়ীর পণ্য নিয়ে চাঁদপুরের মতলব উত্তরে যাওয়ার পথে উল্লিখিত স্থানে উত্তাল মেঘনা পাড়ি দেওয়ার সময় অতিরিক্ত মালভর্তি নৌকাটি ঢেউয়ে ডুবে যায়।মতলব উত্তরের গজরা বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ছানা উল্যাহ মোল্লা জানান, ছেংগারচর, গজরাসহ কয়েকটি বাজারের ব্যবসায়ীদের পন্য  নদীতে ডুবে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।মতলব উত্তরের ছেংগারচর বাজার বনিক সমিতি লি: সভাপতি আলহাজ্ব মনির হোসেন বেপারী জানান, ওই ইঞ্জিনচালিত নৌকায় ছেংগারচর বাজারের ব্যবসায়ীদের বেশি ক্ষতি  হয়েছে। এতে ছেংগারচর বাজারের ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষতি হয়েছে। মুন্সিগঞ্জের  গজারিয়া নৌ-পুলিশের  ইনচার্জ মো. আবদুর রাজ্জাক জানান, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ডুবে যাওয়া ট্রলার ও কিছু পণ্য উদ্ধার করা গেছে।


Related News

Comments are Closed