Main Menu

সালমানের কথায় নাম বদলে ফেলেন এই অভিনেত্রী

বলিউডের তরুণ অভিনেত্রীদের মধ্যে ভার্সেটাইলের অন্যতম একজন হচ্ছেন কিয়ারা আদবানি। ২০১৪ সালে ‘ফুগলি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী! ২৬ বছর বয়সী এই নায়িকার আসল নাম আলিয়া। আর এই নাম বদলে ফেলেছিলেন খোদ সালমান খানের পরামর্শে। কিয়ারা জানান, সালমান তাকে এই নাম বদলাতে বলেছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কিয়ারা আদবানির আসল নাম নাকি আলিয়া। আর এই নাম তিনি বদলে ফেলেছিলেন খোদ সালমান খানের পরামর্শে।

কিয়ারার কথায়, সালমান তাকে এই নাম বদলাতে বলেছিলেন আলিয়া ভাটের কারণেই। সালমান নাকি তাকে বলেছিলেন, বলিউডে একই নামে দুই অভিনেত্রীর টিকে থাকা মুশকিল।

সালমানের এই পরামর্শেই নিজের নাম বদলে ফেলে ‘কিয়ারা’ করেছিলেন তিনি। তরুণ এই অভিনেত্রী বলেন, এখন ‘কিয়ারা’ নামটা এতটা বেশি প্রচলিত হয়ে গেছে যে, আমার বাবা-মাও মাঝে মাঝে আমায় কিয়ারা বলেই ডেকে ফেলেন।

তবে কিয়ারা নামটা তিনি নিজেই পছন্দ করে বেছে ছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রী।


Related News

Comments are Closed