Main Menu

মতলবে পল্লীমা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী সভা


মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলায় পল্লীমা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী সভা গতকাল ৬ মে স্কুল ভবনে অনুষ্ঠিত হয়। ডিএম কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি রোটা. শাহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও পল্লীমা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক প্রানতুষ দাস শান্তের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শহিদুল হক মোল্লা। অনুষ্ঠান উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ফারুক আহমেদ বাদল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, পল্লীমা প্রি-ক্যাডেট স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সুখরঞ্জন দাস, কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, স্কুলের অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


Related News

Comments are Closed