Main Menu

ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

ব্রুনাইয়ের রাজধানীর কূটনৈতিক এলাকা জালান কেবানজাসানে এই ভবন স্থাপন করা হচ্ছে। অনুষ্ঠানে সফরসঙ্গীসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রুনাইয়ে তিনদিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন, এতে ৭টি সমঝোতা স্মারক সই হয়।

এছাড়া বাংলাদেশ-ব্রুনাই বিজনেস ফোরাম আয়োজিত অনুষ্ঠানসহ বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সফর শেষে মঙ্গলবার রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


Related News

Comments are Closed