Main Menu

নানা সাজে তারকাদের বর্ষবরণ

পহেলা বৈশাখ কিংবা ঈদের মতো বড় উৎসবে সংগীতশিল্পীদের ব্যস্ততা থাকলেও অভিনয়ের সঙ্গে যুক্তদের বেশিরভাগই কাটান ফুরফুরে মেজাজে। কারণ, শুটিং থাকে না। যদিও উৎসবের রঙে মিশে যেতে কার্পণ্যতা নেই কারও। আর সেটি যদি হয় বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ- তবে তো কথাই নেই।

সেই সূত্রে, আজ (১৪ এপ্রিল) সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় উঠেছে তারকাদের বৈশাখী সাজের ঢেউ। যদিও সেই ঢেউয়ে খানিক ভাটার টান রয়েছে সম্প্রতি আগুনে পুড়িয়ে হত্যা করা ফেনীর নুসরাতকে ঘিরে। তাই, পহেলা বৈশাখে এবার বাহারি রঙের সঙ্গে কালোর প্রভাবও রয়েছে বেশ।.এক অনুষ্ঠানে দিনাত জাহান মুন্নী, শবনম ফারিয়া, পরীমনি ও নাবিলা নির্মাতা-অভিনেতা আয়েশা মনিকা, এভাবেই রাজপথে দাঁড়ালেন পহেলা বৈশাখেএই ছবি দিয়ে ভক্তদের শুভেচ্ছা জানালেন শাকিব খানমাকে নিয়ে ইমরানের বৈশাখী সেলফিনুসরাত ফারিয়াইরেশ যাকের ও মীম রশিদ দম্পতি.নাবিলামৌসুমী হামিদের সেলফিতে ড. মাহফুজুর রহমান.শানু ও হিল্লোল-নওশীন দম্পতি .স্পর্শিয়াপরীমনি.মায়ের সঙ্গে বিদ্য সিনহা মিমফারুক, রোজিনা ও জায়েদ খানতারিনের সেলফিতে দীপা খন্দকার, মৌসুমী ও তানিয়া আহমেদদুই মেয়ের সঙ্গে আঁখি আলমগীরস্ত্রী-পুত্রের সঙ্গে অপূর্বর বৈশাখী সাজআশনা হাবিব ভাবনাপুত্রকে নিয়ে সানারেই দেবী শানু, মাঝে চঞ্চল চৌধুরীঅভিনেতা ফখরুল বাশার ও অভিনেত্রী অর্ষার‌্যাম্প মডেল ইমির বৈশাখী সাজ নায়ক নিরবঅভিনেতা অন্তু ও কণ্ঠশিল্পী পূজা দম্পতিশ্রাবণ্য তৌহিদ.মিথিলা.তারিনের সেলফিতে বন্যা মির্জা


Related News

Comments are Closed