Main Menu

আবারও জুটি অঙ্কুশ-নুসরাত ফারিয়া

কলকাতার নায়ক অঙ্কুশ ও বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া প্রথম জুটি বেঁধে অভিনয় করেছিলেন জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমায়। ২০১৫ সালে মুক্তি পায় তাদের অভিনীত এই ছবিটি। নতুন খবর হলো আবার জুটি বাঁধতে চলেছেন তারা। ঈদকে সামনে রেখেই একটি রোমান্টিক গল্পের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তারা।

নতুন এই ছবিটির প্রযোজনা করবে শাপলা মিডিয়া। ছবিটি পরিচালনা করবেন বাংলাদেশের পরিচালক উত্তম সেন ও কলকাতার পরিচালক বাবা জাদব। আপাতত খবর এতটুকুই। এখনই এর বেশি কিছু বলতে চান না শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

সেলিম খান  বলেন,‘আমরা কলকাতার অঙ্কুশ ও নুসরাত ফারিয়াকে নিয়ে একটি রোমান্টিক ছবি করার পরিকল্পনা করছি। শিগগিরিই ছবিটির বিষয়ে বিস্তারিত জানাবো।’

পরিচালনায় উত্তম সেনের সঙ্গে কলকাতার বাবা জাদব কেন? এ বিষয়ে জানতে চাওয়া হলে সেলিম খান বলেন, ‘ছবিটি আমাদের দেশের হলেও কিছু টেকনিক্যালি কারণে বাবা জাদবও নির্মাতা হিসেবে থাকছেন। ছবির স্ক্রিপ্ট এর কাজ প্রায় শেষের দিকে। সব কিছু ঠিক থাকলে শিগগিরই আমার ছবিটির শুটিং শুরু করবো।’

সেলিম খান জানালেন, ঈদের ছবি হিসেবে টার্গেট করেই এই ছবিটি নির্মান করছে শাপলা মিডিয়া।


Related News

Comments are Closed