Main Menu

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বনানী থানা আওয়ামীলীগ ও আইপিএইচ স্কুল এন্ড কলেজের গর্ভানিং বোর্ডের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম জসিমউদ্দিন। আজ মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধুর সমাধী সৌধের বেদীতে পূস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় তার সাথে আইপিএইচ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষমো; সাহিদুল করিম খানসহ গর্ভানিংবোর্ডের সদস্য, শিক্ষক-শিক্ষিকাসহ দুই শতাধীক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এরপর মাজার প্রাঙ্গণে দাঁড়িয়ে কলেজের সভাপতি সকল শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরেন এবং বঙ্গবন্ধু’র কবর, মাজারের লাইব্রেরী ও যাদুঘরসহ বিভিন্ন কিছু ঘুরে দেখান।


Related News

Comments are Closed