Main Menu

শুক্রবার, মার্চ ১st, ২০১৯

 

যশোরের বেনাপোলে ১০ লাখ হুন্ডির টাকাসহ আটক-২

বেনাপোল ক্যাম্পের সদস্যরা আমড়াখালী নামক স্থানে অভিযান চালিয়ে ১০লাখ হুন্ডির টাকা সহ আঃ রশিদ (২৬)ও মিনার বিশ্বাস (২৩)নামে ২ হুন্ডি পাচারকারীকে আটক করেছে। আটক রশিদ বেনাপোল পোর্ট থানার ছোট আচড়া গ্রামের আফসার আলীর ছেলে ও মিনার বিশ্বাস বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের আলাউদ্দিন এর ছেলে। শুক্রবার (০১ মার্চ ) দুপুর ২ টার দিকে আমড়াখালী থেকে তাকে আটক করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোষ্টের কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেক সেখানে অভিযান চালিয়ে দুই হুন্ডি পাচারকারী ও ট্রাক আটক করেন। তাদেরRead More