Main Menu

খাগড়াছড়ি সাংবাদিকদের প্রকাশ্য প্রাননাশের হুমকির প্রতিবাদে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ॥

রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি ঃ খাগড়াছড়ি পৌরমেয়র রফিকুল আলম ও তার ক্যাডার বাহিনী কর্তৃক স্থানীয় সাংবাদিক নিরব চেীধুরীর ক্যামেরা ছিনিয়ে নিয়ে মারধর ও আরও ৩৬কে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি ঘটনার প্রতিবাদে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ  মিছিল করেছে। বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায়  প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল আনুষ্ঠিত হয় । রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট কলামিষ্ট, লেখক ও গবেষক লায়ন মীর আব্দুল আলীমের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হাজী খলিল সিকদার (ইনকিলাব), আলম হোসেন (সাবএডিটর সংবাদ) , প্রকাশক ও প্রধান সম্পাদক মাসুদ রানা (প্রথম ভোর), মনির হোসেন মনু ( দেশের আলো ) মকবুল হোসেন (মাইটিভি), সাত্তার আলী সোহেল (রূপকন্ঠ), আবুল কালাম শাকিল (এন টিভি), এ হাই মিলন (যুগান্তর), জি এম সহিদ (সকালের খবর), নজরুল ইসলাম  (ভোরের কাগজ), এস এম শাহাদাত (কালের কণ্ঠ), আশিকুর রহমান হান্নান (সংবাদ), নাজমুল হুদা (সংগ্রাম), গোলাম কাউসার দিলু (বর্তমান), জাহাঙ্গীর আলম হানিফ (নিউজ ২৪ ফোর), শফিকুল আলম (নয়াদিগন্ত), জিয়াউর রাশেদ (সমকাল), সাইফুল ইসলাম ( বাংলানিউজ ২৪ ) ,মাহাবুব আলম প্রিয় ( বনিক বার্তা ), দুলাল ভুইয়া ,শেখ সুমন (মুক্ত খবর)। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের এসে শেষ হয়। এ সময় রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম বলেন,খাগড়াছড়ি মেয়র রফিকুল ইসলাম যে কাজটি করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রূপগঞ্জের সাংবাদিকরা সব সময় নির্যাতিত সাংবাদিকদের পাশে আছে ও থাকবে।


Related News

Comments are Closed