Main Menu

নাসিক ২ নং ওয়ার্ডে বিএনপি দলীয় সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইকবালের ব্যাটমিন্টন মার্কা

iqbal-mediumসিদ্ধিরগঞ্জ: নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ২ নং ওয়ার্র্ডে বিএনপির দলীয় সমর্থিত কাউন্সিলর প্রার্থী যুবদল নেতা মোঃ ইকবাল হোসেনের (দলিল লিখক) ব্যাটমিন্টন র‌্যাকেট মার্কার জয় ধ্বনি উঠেছে ভোটারদের মুখে মুখে। বিএনপি দলীয় সমর্থিত প্রার্থী ইকবালকে বেকায়দায় পেলতে সাবেক এমপি গিয়াস উদ্দিন পন্থি যুবদল নামধারী ইকবাল হোসেন বিদ্রোহী প্রার্থী হলেও মূলধারা ওয়ার্ড বিএনপি ঐক্য। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এডভোকেট তৈমুর আলম খন্দকার ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ইকবাল হোসেনকে দলীয় সমর্থিত প্রার্থী ঘোষনা করেছেন। বিএনপির সকল নেতাকর্মী ইকবালের ব্যাটমিন্টন র‌্যাকেট মার্কার জন্য গণসংযোগ ও ভোটার প্রার্থনা করছেন। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, নিজের বিতর্কিত কর্মকান্ডের জন্য জনবিচ্ছিন্ন হয়ে দলে কোন্দল সৃষ্টিকারী সাবেক এমপি গিয়াস উদ্দিন তার অন্যতম ক্যাডার ইকবাল হোসেন ওরফে হাতী ইকবালকে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। আলোচিত ৭ হত্যা মামলা থেকে অব্যাহতি প্রাপ্ত ইকবাল দলীয় কোন পদে না থেকেও নিজেকে দলীয় সমর্থিত প্রার্থী পরিচয় দিচ্ছে। গিয়াস উদ্দিন পন্থি পদহীন কিছু বিএনপি নেতাকর্মী ইকবালকে নিয়ে দলীয় প্রার্থী পরিচয় করিয়ে গণসংযোগ করছে। এতে মূল বিএনপি নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। তাদের অভিযোগ, গিয়াস উদ্দিন সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনিত হলেও নারায়ণগঞ্জ জেলা, বা মহানগর বিএনপির কোন পদে নেই। তিনি কি করে বিএনপির প্রার্থী দিবেন। জেলা বিএনপি বা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির শীর্ষ নেতারা যাকে সমর্থন দিয়েছেন সেই হবে দলীয় সমর্থিত প্রার্থী। যেহেতু দলিল লিখক ইকবালকে বিএনপি সমর্থন দিয়েছেন, সেহেতু দলীয় প্রার্থী হিসেবে তার পক্ষেই সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামা উচিৎ। গিয়াস উদ্দিনের বিদ্রোহী প্রার্থী হাতী ইকবালকে বয়কট করে দলীয় সমর্থিত প্রার্থী  দলিল লিখক ইকবালকে বিজয়ী করতে বিএনপির মূলধারা ঐক্যবদ্ধ বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপি এক হলেই দলিল লিখক ইকবাল বিজয়ী হওয়ার সম্ভাব্য সবচেয়ে বেশী।


Related News

পিএসএসকেজিকেইউ এর খাবার সামগ্রী বিতরণ সফল ভাবে সম্পন্ন

তানিয়া আক্তার তনু,সাভার ঢাকাঃ প্রতিভা সাহিত্য সংস্কৃতি ক্রীড়া ও গণমাধ্যম কল্যাণ ইউনিটি’র (পিএসএসকেজিকেইউ)উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দিনব্যপী ঢাকা জেলার সাভার উপজেলার সাভার,আশুলিয়া ও ইয়ারপুর ইউনিয়নের ১৫০টি দুস্থপরিবারে খাবার সামগ্রী পৌছে দিতে সফল হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও স্থায়ী পরিষদের চেয়ারম্যান জনাব মোঃমোস্তাফিজুর রহমান শ্রাবণ। এসময় তার সঙ্গে ছিলেন খাবার সামগ্রী বহনকারী ভ্যান চালক মোঃ আমিনুর রহমান ও মোঃসাজ্জাদ হোসেন। বর্তমান পরিস্থিতিতে একটি সাবান বিতরণ করার সময় পাঁচ-ছয়জন ব্যক্তি একসাথে হাত বাড়িয়ে ছবি তুলে স্যোশ্যালRead More

Comments are Closed