Main Menu

এড. সাখাওয়াতের পক্ষে ২৭নং ওয়ার্ডে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের গণসংযোগ

bnp-picস্টাফ রিপোর্টারঃ শনিবার দুপুরে নাসিক ২৭নং ওয়ার্ডের ফুলহর, চাপাতলি, লালখারবাগ ও কুড়িপাড়ায় নাসিক নির্বাচন উপলক্ষ্যে বিএনপি মনোনীত প্রার্থী এড. সাখাওয়াত হোসেনের পক্ষ্যে গণসংযোগ করেছেন ও ধানের শীষ মার্কায় ভোট কামনা করেছেন সাবেক এমপি ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডাঃ খন্দকার মোশাররফ হোসেন, কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দ এবং সোনারগাঁও ও বন্দর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। গণসংযোগকালে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ডাঃ মোশাররফ বলেন ‘বর্তমান আ’লীগের অন্তকোঃন্দলের কারণে অত্র সিটি কর্পোরেশন উন্নয়ন থেকে বি ত। তাই সময় এসেছে বিএনপি মনোনীত প্রার্থীকে নির্বাচিত করা। বিএনপি জনগনের দল, বিএনপি ভদ্র রাজনীতির দল। সরকার সুষ্ঠু নির্বাচনের কথা বললেও ভোটের আগের রাত্রেই ব্যালট বাক্স ভরে রাখে। এই নির্বাচনেও জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে কিনা সে বিষয়ে তাদের মনে যথেষ্ঠ সংশয় রয়েছে। নিজেদের জনপ্রিয় দল দাবী না করে, গণতন্ত্রের স্বার্থে একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করার মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। ধানের শীষের এবার জোয়ার উঠেছে, সব কিছু ঠিকঠাক থাকলে বিপুল ভোটে অত্র সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী জয় লাভ করবে বলে শতভাগ আমাদের বিশ্বাস’। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান, না’গঞ্জ-৫ আসনের সাবেক এমপি আলহাজ্ব এড. আবুল কালাম, বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলা বিএনপি’র সা. সম্পাদক মাজহুরুল ইসলাম ভূঁইয়া হিরন, মোগড়াপাড়া ্ইউনিয়ন বিএনপি’র সা. সম্পাদক টিটু, সাদিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাসুম ভূঁইয়া, কাঁচপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম হক, সাদিপুর ইউনিয়ন বিএনপি নেতা ইসলাম মিয়া, হযরত আলী, বিল্লাল হোসেন, নবীর হোসেন, বিল্লাল, মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা মোহসিন সহ উভয় থানার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের শত শত নেতা-কর্মীরা উক্ত গণসংযোগে অংশ নেন।


Related News

Comments are Closed