Main Menu

বিজয় দিবস উপলক্ষ্যে বন্দরের নূরুণ আলা. এছ. হোসা. দাখিল মাদ্রাসায় রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

narayanganj mapস্টাফ রিপোর্টারঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় উপলক্ষ্যে শুক্রবার সকালে বন্দরের ধামগড় ইউনিয়নস্থ মালিভিটা-কামতালের ঐতিহ্যবাহী নূরুণ আলানূর এছহাকিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী কর্তৃক বিজয় দিবসের উপর স্বরচিত রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন শিক্ষার্থীরা বাংলাদেশের স্বাধীনতার পূর্ব ইতিহাস, বাঙ্গালীর উপর পরিচালিত বর্বর হামলা-অত্যাচার-নীপিড়ন, বাঙ্গালীর স্বাধীকার আদায়ের আন্দোলন, স্বাধীনতার ডাক, মুক্তিযুদ্ধ, বিজয়, বিজয়ের চেতনা ও দেশ বিনির্মানে করণীয় কার্যক্রমের উপর রচিত রচনা পড়ে শোনায় এবং সেরা রচনা রচয়িতাদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় অত্র মাদ্রাসার সহকারি শিক্ষক মিজানুর রহমানের স ালনায় অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও ধামগড় ইউপি’র ৩নং ওয়ার্ড মেম্বার আবু সাঈদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের জানতে হবে, তা না হলে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ বিনির্মান সম্ভব না। প্রজন্ম থেকে প্রজন্ম স্বাধীনতার সঠিক ইতিহাস আমাদের ছড়িয়ে দিতে হবে। স্বাধীনতার বিষয়ে লিখা বই আমাদের বেশী বেশী পড়তে হবে এবং শিক্ষকদের আমি অনুরোধ জানাব আপনারা মুক্তিযুদ্ধ এবং শহীদ ও মুক্তিযোদ্ধাদের কার্যক্রমের সঠিক তথ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরুন। বিজয় দিবসের উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানাতে চাই। তাছাড়া যাদের ত্যাগের বিনিময়ে আজ এই অর্জিত স্বাধীনতা সেই সব মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাঞ্জলি জানানোর পাশাপাশি সকল শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি’। উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য আলী আহাম্মদ, দাতা সদস্য আলহাজ্ব আঃ রশিদ মাস্টার, ম্যানেজিং কমিটির সদস্য ও পিটিএ’র সভাপতি মঞ্জুরুল হক ভূঁইয়া, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য মহিউদ্দিন, রহমাতুল্লাহ, হাজ্বী সফুর উদ্দিন ভূঁইয়া, সংরক্ষিত আসনের ম্যানেজিং কমিটির মহিলা সদস্য মরিয়ম আক্তার, মাদ্রাসা সুপার আবদুচ ছাত্তার, মাদ্রাসা সহ সুপার মোরশেদ মোল্লা, শিক্ষক প্রতিনিধি ইউসুফ, এছহাক মিয়া, সংরক্ষিত আসনের মহিলা শিক্ষক প্রতিনিধি নারগিস আক্তার, সহ মৌলভী নূরে আলম, জুনি. মৌলভী আজগড় হোসেন, সিনিয়র সহ. শিক্ষক মোঃ আশিকুর রহমান, সহ. শিক্ষক মিজানুর রহমান ও শহীদুল্লাহ, সহকারি শিক্ষিকা সালমা হোসেন, ইব. প্রধান মহিবুর রহমান, জুনি. শিক্ষক আঃ সালাম, ক্বারী মো: ইসহাক খাঁন, খন্ডকালীন সহ. শিক্ষক সিরাজুল ইসলাম, অফিস সহকারি গোলজার হোসেন, ৪র্থ শ্রেনী কর্মচারী নূরুল ইসলাম ও ইব্রাহিম মিয়া সহ মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Related News

Comments are Closed