Main Menu

রূপগঞ্জে পূর্বাচল উপশহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

rupgonj-pho-3-dt-03-11-2016রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজউক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে রাজউকের ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, রাজউকের নির্বাহী প্রকৌশলী মনিরুল হক, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনসহ বিপুল পরিমান আইনশৃংখলা বাহিনীর সদস্য।
ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন বলেন, উচ্ছেদের আগেই অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ করা হয়েছে। নোটিশ করার পরও অনেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেননি। বৃহস্পতিবার ১০ নম্বর সেক্টরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
তবে, স্থানীয় কৃষকদের অভিযোগ, অবৈধ স্থাপনার পাশাপাশি শাক-সবজি বাগানও নষ্ট করে দিয়েছেন। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্থ্য হয়েছেন।


Related News

Comments are Closed