Main Menu

রূপগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে অনুদান ও সনদ বিতরণ

rupgonj-pho-1-27-10-2016রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, আর্থিক অনুদান, বই ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ডেভেলাপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্ট (দিশা) এর উদ্যেগে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুর আলম। দিশার কাঁচপুর এলাকার ব্যবস্থাপক জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল, শিক্ষক আব্দুর রহিম মাষ্টার, সাংবাদিক এসএম শাহাদাত, ভুলতা শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম, লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন প্রমুখ। রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়।


Related News

Comments are Closed