Main Menu

মার্কিন যুক্তরাষ্টের সাথে বাংলাদেশের যৌথ উদ্যোগে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে: ড. গওহর রিজভী

rupgonj-pho-2-dt-24-10-2016pv-1রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ প্রধান মন্ত্রীর পররাষ্ট বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, অতীতের যেকোন সময়ের চেয়ে মার্কিন যুক্তরাষ্টের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন অনেক গভীর ও সোহার্দ্যপূর্ন রয়েছে। যার ফলে এখন দু’দেশের যৌথ উদ্যোগে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশে যুক্তরাষ্টের বিনিয়োগ আরো বৃদ্ধি পাবে।
সোমবার দুপুরে নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার ফকিরদরগা এলাকায় বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানী লিমিটেডের উদ্ভোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা ড. গওহর রিজভী আরো বলেন, ব্যবহার অনুপযোগী প্লাস্টিক সামগ্রী দিয়ে কারখানা স্থাপন এ দেশে এটিই প্রথম। এ ধরনের কারখানা পরিবেশ বান্ধব এবং কর্মসংস্থান সৃষ্টিতে যথেষ্ঠ সহায়ক
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, মার্কিন যুক্তরাষ্ট দুতাবাসের ডেপুটি চীফ অফ মিশন ডেভিড মেয়াল, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খাদেম মাহমুদ ইউসুফ। পরে অতিথিবৃন্দ কারখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন। উল্লেখ্য, এ প্রতিষ্ঠানটি প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এতে মাসে ৪শ টন রেজিন উৎপাদিত হচ্ছে।


Related News

Comments are Closed