Main Menu

মতলব উত্তরে কৃষকদের মাঝে শীতকালীন সবজি চাষের ধুম

matlab-news-picture-03মতলব উত্তর উপজেলার কৃষকদের মাঝে সবজি চাষের ধুম পড়েছে। শীতকালীন শাকসবজি আগাম বাজারে তুলতে পারলেই অধিক টাকা পাওয়া যাবে। এ ধারণা থেকে কৃষকরা সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন।
উপজেলার কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলা শাকসবজি চাষের প্রধান এলাকা হিসেবে পরিচিত। এ বছর ৮শ’ ৫০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। এখানে ব্যাপক ভাবে মুলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ঢেঁড়স, লালশাক, পালংশাক, পুঁইশাক ও পেঁয়াজের চাষ হয়।
উপজেলার কয়েকটি মাঠ ঘুরে দেখা গেছে, চাষিরা শীতের সবজির চারা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ সবজির চারা খেতে লাগাচ্ছেন। আবার কেউ কেউ খেত আগাছামুক্ত করতে নিড়ানি দিচ্ছেন। এ সময় উপজেলার আদুরভিটি গ্রামের অনেক চাষির সঙ্গে নুর নবী (৪৫) নামে এক চাষিকে জমি পরিচর্যা করতে দেখা যায়। পুরো জমিতেই তিনি বিভিন্ন ধরনের শীতের সবজি চাষ করছেন। শ্রমিকের (কামলা) মজুরি বেশি, তাই ছেলেদের নিয়ে খেতে নেমে পড়েছেন। চরাঞ্চলের কৃষকরাও শীতকালীন সবজি চাষে ঝুঁঁকে পড়েছে। পূর্ব নাউরী গ্রামের চাষি ফয়েজ আহমদ দর্জি (৫৫) জানান, তিনি এবার ২০ শতাংশ জমিতে শিম চাষ করছেন। শীতের আগে শীতকালীন সবজি বাজারে তোলা হলে তার চাহিদা বেশি থাকে। ফলে সেগুলোর দামও বেশি পাওয়া যায়। তিনি আশা করছেন, শীত আসার আগেই তিনি সবজি বাজারে তুলতে পারবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদার জানান, এ উপজেলার চাষিদের বিশেষ নজর থাকে শীতকালীন সবজির দিকে। এখন চাষিরা কোমর বেঁধে মাঠে নেমেছেন। কে কতো ভালো আবাদ করতে পারেন তার প্রতিযোগিতা চলছে। এ মৌসুমে এখন পর্যন্ত আবহাওয়া সবজি চাষের বিশেষ উপযোগী রয়েছে।


Related News

Comments are Closed