Main Menu

বন্দরের দেওয়ানবাগে পুকুরে বিষ প্রয়োগ করে সাড়ে ৬ লক্ষ টাকার মাছ নিধন থানায় লিখিত অভিযোগ দায়ের

dscf1153স্টাফ রিপোর্টারঃ বন্দর উপজেলাধীন মদনপুর ইউপি’র ৩নং ওয়ার্ডের অন্তর্গত দেওয়ানবাগের মিঠা দিঘিতে বিষ প্রয়োগ করে বুধবার রাতে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। পুকুরের মালিক কাজী খোকনের সাথে কথা বলে ঘটনার বিবরণে জানা যায় যে, বুধবার রাত আনুমানিক ১১ টা সময় তিনি লোকমুখে শুনতে পান তার চাষ করা মিঠা দিঘির মাছ মরে ভেঁসে উঠছে। তখন তিনি দ্রুত পুকুর পাড়ে উপস্থিত হন এবং সত্যিকার অর্থেই মাছ মরে ভেঁসে আছে এমন চিত্র দেখতে পান। প্রথমে তিনি পানিতে গ্যাসের কারণে মাছ মারা যেতে পারে অনুমান করলেও, কিছুক্ষণ পর দেখেন প্রায় সব মাছ মরে ভেঁসে উঠছে। তখনি পূর্ব শত্রুতার জের ধরে কেউ বিষ প্রয়োগ করে মাছ নিধন করে থাকতে পারে বলে আশংকা প্রকাশ করেন পুকুরের মালিক সহ সকল উপস্থিতি। রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, সিলভার কাপ সহ প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার মাছ বিষ প্রয়োগ করে নিধন করা হলো বলো উপস্থিত সাংবাদিকদের জানানো হয়। বৃহস্পতিবার সকালে এ বিষয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুকুরের মালিক কাজী খোকন এবং অভিযোগের ভিত্তিতে এসআই আল মামুন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে বন্দর থানার এসআই আল মামুনের সাথে ফোনে কথা বললে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বন্দর থানার ওসিকে অবহিত করেছেন বলে জানান এবং তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেবার আশ্বাস দেন।


Related News

Comments are Closed