Main Menu

শেখ রাসেল এর ৫২তম জন্ম দিবস উপলক্ষে রূপগঞ্জে শিশু সমাবেশ, আলোচনা সভা, ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

rupgonj-pho-1-dt-18-10-2016রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি ঃ জাতির জনক বঙ্গ বন্ধুর শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫২ তম জন্ম দিবস উদযাপন উপলক্ষে রূপগঞ্জে শিশু সমাবেশ, আলোচনাসভা,ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ইসলামী ফাউন্ডেশনের উদ্যেগে মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সোলেমান খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খালেদ সাইফুল্যা, মাওলানা হুমায়ন কবির, মাওলানা মোঃ খায়রুল ইসলাম, মাওলানা নিয়াজ বিন সিদ্দিক, মাওলানা কামরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন মক্তব থেকে আগত ৮শ ছাত্র-ছাত্রীর অংশগ্রহণ করে এবং এর মধ্যে থেকে ১শ ছাত্র-ছাত্রীর মধ্যে সনদ ও পুরস্কার বিতরন করা হয়।


Related News

Comments are Closed