Main Menu

নাসিক ৩ নং ওয়ার্ডে ৬ কোটি ৭৫ লাখ টাকার উন্নয়ন কাজ শুরু

p-1-mediumসিদ্ধিরগঞ্জ: নাসিক ৩নং ওয়ার্ডবাসীর বহুদিনের স্বপ্ন পুরনে একযুগে শুরু হয়েছে ৬’কোটি ৭৫’লাখ টাকার উন্নয়ন কাজ। থানাধিন শিমরাইল মোড় খানকায়ে জামে মসজিদের সামন থেকে গলাকাটা ব্রিজ পর্যন্ত সড়কটি ২৫’ফিট প্রশস্ত ও বটতলা চৌরাস্তা থেকে মৌচাক জোড়া ব্রিজ পর্যন্ত সড়কটি ২৪’ফিট প্রশস্থ করে ৪’ফিট ড্রেন নির্মাণ কাজ চলছে। দু’টি সড়কই আর,সি,সি ডালাই করে করা হচ্ছে বলে জানায় নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও থানা ছাত্রলীগের আহবায়ক শাহজালাল বাদল। সড়ক ও ড্রেন নির্মাণ কজে ব্যয় ধরা হচ্ছে ৬’কোটি ৭৫’লাখ টাকা। খানকায়ে জামে মসজিদ থেকে গলাকাটা ব্রিজ পর্যন্ত সড়কে ৩’কোটি ও বটতলা চৌরাস্তা থেকে মৌচাক জোড়া ব্রিজ পর্যন্ত সড়ক ও ড্রেন নির্মাণ ব্যয় ৩’কোটি ৭৫’লাখ টাকা। জাইকার অর্থায়নে এ উন্নয়ন কাজ করা হচ্ছে। ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এ দু’টি সড়ক দীর্ঘদিন ধরেই  চলাচলের অসযোগ্য ছিল। চরম দুর্ভোগ পোহাতে হতো পথচারীদের। সামান্য বৃষ্টি হলেই সড়ক দু’টিতে জলাবদ্ধতা দেখা দিয়ে খাদা খন্দকে বড়ে যেত। তাই দীর্ঘদিন ধরেই এ দু’টি সড়কের উন্নয়ন কাজের দাবি জানিয়ে আসছে ওয়ার্ডবাসী। গত সিটি নির্বাচনে শাহজালাল বাদল আশ্বাস দিয়েছিল কাউন্সিলর নির্বাচিত হলে এ দু’টি সড়কের উন্নয়ন কাজ করবেন। বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়ে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ওই দু’টি সড়কের উন্নয়ন কাজ করার জন্য জোড় প্রচেষ্টা চালিয়ে যায় বাদল। শেষ পর্যন্ত কাউন্সিলর বাদলের প্রচেষ্টার প্রতিফল ঘটে। রাস্তা দু’টির উন্নয়ন কাজ শুরু হওয়ায় বাদলের প্রতিশ্রুতির উপর আস্তা জন্মেছে ওয়ার্ডবাসীর। কারণ সিদ্ধিরগঞ্জ থানা এলাকার কোন ওয়ার্ডেই এক সাথে এত টাকার উন্নয়ন কাজ হয়নি বলে জানায় ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা। আসছে সিটি নির্বাচনের আগেই রাস্তা দু’টির উন্নয়ন কাজ শেষ হবে বলে কাউন্সিলর বাদল আশাবাদ ব্যক্ত করেছেন। এ দু’টি রাস্তা ছাড়াও ৩নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কাজ করা হয়েছে। কিছু কিছু সড়কে সিটি কর্পোরেশন লাইটিংয়ের কাজ করেছে। আরো প্রক্রিয়াধিন রয়েছে। কাউন্সিলর বাদল জানায়, ওয়ার্ডের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন ও প্রশস্ত করন কাজের চেষ্টা করা হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যেই তা সফলতার মুখ দেখবে। তবে তার মেয়াদে ওই কাজগুলো করা সম্ভব হবেনা। ওয়ার্ডবাসী যদি আসছে নির্বাজনে তাকে আবার নির্বাচিত করে তাহলে তার পরিকল্পনাধীন ওই কাজ গুলো বাস্তবায়ন করা হবে বলে বাদল প্রতিশ্রুতি দিয়েছেন। ইতোমধ্যে বাদল আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হিসেবে আসছে সিটি নির্বাচনে ৩নং ওয়ার্ড থেকে আবার নির্বাচন করবেন বলে দলীয় ভাবে নিশ্চিত করা হয়েছে। বাদলকে দলীয় প্রার্থী মনোনিত করায় ওয়ার্ডের আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ ও সগযোগী সংগঠনের নেতাকর্মীরা উজ্জিবিত হয়ে উঠেছে।


Related News

Comments are Closed