Main Menu

ঈদুল আজহার প্রধান জামায়াত সকাল ৮টায়

পবিত্র ঈদুল আজহার প্রধান জামায়াত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া বৈরী হলে প্রধান জামায়াত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজন করা হবে।

আজ বুধবার সচিবালয়ে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল জলিল সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন ঢাকার দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, গণপূর্ত অধিদফতর, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, ওয়াসা, পুলিশসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ বা ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কুরবানির ঈদ পালিত হবে।


Related News

Comments are Closed