Main Menu

শাহরুখ পুত্রের জলকেলিতে তোলপাড় নেট-জগৎ!

aryan_webঅনলাইন ডেস্ক

খুব বেশি দিন হয়নি, বাবা তাকে রেখে এসেছেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়। পড়াশোনার জন্য ভর্তি করে দিয়েছেন সাউথ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে। সেখানেই আপাতত মন দিয়ে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা করার কথা আরিয়ান খানের! যাতে সেটা মন দিয়ে করতে পারেন, সেই জন্য শাহরুখ খান ক্লাস শুরু হওয়ার আগে ছেলের সঙ্গে সময়ও কাটিয়েছেন ভালই! তাকে সঙ্গে নিয়ে ঘোরাঘুরি করেছেন। ছুটি কাটিয়েছেন পছন্দমত! তার পর ফিরে গেছেন নিজ দেশে।

আর বাবা যেতে না যেতেই শুরু হয়েছে ফুর্তি! জামা-কাপড়ের বাধাটুকুও আর সহ্য করতে পারেননি আরিয়ান! বন্ধু-বান্ধুবীদের সঙ্গে ঝাঁপ দিয়েছেন সুইমিং পুলের নীল পানিতে। সেখানেই চলে জলকেলি।

সেই পুল পার্টির কিছু ছবি আর ভিডিও আপাতত ভাইরাল হয়ে গিয়েছে নেট-দুনিয়ায়। সবাই হুমরি খেয়ে দেখছেন, আরিয়ানের পার্টির বহর!

Related News

Comments are Closed