আপনারা বুরকিনি পরুন জরিমানা আমি দেব
ফ্রান্সে স্থায়ীভাবে বুরকিনি পোশাক নিষিদ্ধের জন্য রাজনীতিবিদরা যখন উঠেপড়ে লেগেছেন, ঠিক তখনই নারীদের পাশে দাঁড়িয়ে তাদের বুরকিনি পরার আহ্বান জানিয়েছেন রাচিদ নেক্কাজ রামের এক ধণাঢ্য ব্যবসায়ী। তিনি বলেন, আপনারা বুরকিনি পরিধান করুন যত অর্থ জরিমানা দিতে হয় তা আমি দেব।
আলজেরিয়ান উদ্যোক্তা ও মানবাধিকার কর্মী রাচিদ নেক্কাজ বলেন, নারীদের পোশাক পছন্দের ক্ষেত্রে স্বাধিনতা দেওয়ার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি।
সিএনএন জানায়, বিকিনির পরিবর্তে ব্যবহৃত এক ধরনের সাঁতারের পোশাকের নাম বুরকিনি। মুখ, হাত ও পায়ের পাতা ব্যতীত সম্পূর্ণ দেহ আবৃত করা থাকে এ পোশাকে। ফ্রান্সে এর ওপর নিষেধাজ্ঞা জারি করার পর দেশজুড়ে হু হু করে বিক্রি বাড়তে শুরু করেছে।
মুসলিম নারীদের পোশাকের সাংস্কৃতির সঙ্গে একাত্মতা প্রকাশ করলেও তিনি আরও বলেন, ইউরোপ কিংবা ফরাসি সংস্কৃতির সঙ্গে বোরকা বা নেকাবের ব্যবহার ঠিক চলে না। তবে অন্যের স্বাধীনতার ওপর ফরাসিদের হস্তক্ষেপ করাটাও সমীচীন নয়। এসব কারণে ২০১৩ সালে নেক্কাজ ফরাসি নাগরিকত্ব পরিত্যাগ করেন বলে জানায় সিএনএন।
এদিকে এএফপি জানায়, আইন ভঙ্গ করে বুরকিনি পরিধাণ করলে ফ্রান্সে সবোর্চ্চ ২০৫ ডলার পর্যন্ত জরিমানার বিধান জারি করা হয়েছে। দেশটির প্রশাসনিক ট্রাইব্যুনালে বুরকিনির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নিসে শহরের আদালতে সোমবার এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে দুই মানবাধিকার কর্মীর আবেদন বাতিল করে দেয়া হয়।
নিসেতে এ পোশাক পরলে ৪৩ ডলার জরিমানার আদেশ জারি করা হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের ১৫টি শহরে সাময়িকভাবে বুরকিনি নিষিদ্ধ করা হয়েছে।
এ ব্যাপারে লেবানিজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার ব্যবসায়ী আহেদা জানেত্তি বিবিসিকে জানান, বুরকিনি পোশাক নিয়ে আলোচনা শুরু হওয়ায় কারণে এর বিক্রি ২০০ শতাংশ বেড়ে গেছে। শুধু মুসলিম নারীরাই নয়, বিকিনিতে অভ্যস্থ অমুসলিম নারীরাও বুরকিনির প্রতি ঝুঁকছে।
Related News

কাশ্মীরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ -ভারত যদি আমাদের আপনই হতো, তাহলে এ শব্দ তাদের মুখে দিয়ে আসতোনা।
শুক্রবার (৩০ আগষ্ট) জুম্মার নামাজের পর সিদ্ধিরগঞ্জ ডাচবাংলা u টান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাশ্মীরে মুসলিম নির্যাতনেরRead More

যে কোন সময় বিস্ফোরণ ক্ষোভে ফুঁসছে কাশ্মীরবাসী
ভারতের জাতীয় সংসদের মাধ্যমে কাশ্মীরবাসীর ‘বিশেষ মর্যাদা’ বাতিলের পর স্বভাবতই মুসলিম বিশ্বসহ শান্তিকামী বিশ্বে বইছেRead More
Comments are Closed