Main Menu

লাইভ অনুষ্ঠানে শিশুকে আক্রমণ করল সিংহ! (ভিডিও)

full_271297067_1470990498মেক্সিকোর একটি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে শিশুকে আক্রমণ করেছে একটি সিংহ। আর সে ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

টেলিভিশন সেটে যখন লাইভ অনুষ্ঠানে ব্যস্ত উপস্থাপক, আর শিশুটিকে সযত্নে ধরে রেখেছে তার মা। ঠিক তখনই সিংহের একজন নিয়ন্ত্রণকারী থাকতেও হুট করে শিশুর পা’য়ে চড়াও করে সিংহটি। হিংস্র থাবায় শিশুর পা টেনে মুখের কাছে এনে কামড়ানোর চেষ্টা করে সিংহটি।

পরে সিংহের নিয়ন্ত্রনকারী সিংহটিকে সরিয়ে নেয়, শিশুটি ভয়ে প্রচণ্ড কান্না শুরু করে।

ঘটনাটি ঘটে ২০০৭ সালে মেক্সিকোর একটি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে, যদিও সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে।


Related News

Comments are Closed