Main Menu

সিদ্ধিরগঞ্জে ম্যাগনেট আনোয়ারের সৌজন্যে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের ফরম বিলি, জনমনে প্রশ্ন

p-3 (Medium)নাসিক ১নং ওয়ার্ড বিএনপি নেতা কল মিস্ত্রি আনোয়ার হোসেন ওরফে ম্যাগনেট আনোয়ার এলাকার ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করতে নিজ উদ্যোগে মনগড়া ফরম ছাপিয়ে বিলি করায় চলছে সমালোচনা। আসছে সিটি নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ম্যাগনেট আনোয়ার নির্বাচনী সুবিধা পেতে নিজের সৌজন্নে কয়েক হাজার ফরম ছাপিয়ে সিআইখোলা, পাইনাদী ও মিজমিজি এলাকার ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করতে বাড়ীর মালিকদের কাছে বিলি করায় সম্ভাব্য অন্যান্য কাউন্সিলর প্রার্থীদের মাঝে বিরাজ করছে ক্ষোভ। থানা পুলিশের উদ্যোগে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করতে বাড়ীর মালিকদের কাছে ফরম প্রদান করা হলেও নিজের সৌজন্যে তথ্য সংগ্রহের ফরম ছাপিয়ে বিলি করার এখতিয়ার আনোয়ার হোসেনের আছে কিনা এ প্রশ্ন তুলেছে সচেতন মহল।
অভিযোগ জানা গেছে, নির্বাচন ঘনিয়ে আসলেই চুনা ব্যবসায়ী ম্যাগনেট আনোয়ার নেমে পড়ে জনসেবায়। বদলে ফেলে নিজেকে। একজন বিএনপি নেতা হয়েও গত কিছুদিন আগে সিদ্ধিরগঞ্জ পুলে একটি অনুষ্ঠানে মসজিদ কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানকে ফুলের নৌকা উপহার দিয়ে শুভেচ্ছা জানানোর পর থেকেই আনোয়ার নিজেকে আওয়ামীলীগ নেতা পরিচয় দিয়ে আওয়ামীলীগ আয়োজিত বিভিন্ন দলীয় অনুষ্ঠানে অংশগ্রহন শুরু করেছে। গত সিটি নির্বাচনে ২ হাজার টাকা করে ১’টি ভোট কিনেও আনোয়ারের জামানত বাজেয়াপ্ত হয়। তার পরও নব্য ধনাঢ্য অশিক্ষিত কলমিস্ত্রি আনোয়ার আসছে সিটি নির্বাচনে কাউন্সিলর হওয়ার জন্য সাধরণ ভোটারদের কাছে না গিয়ে বড় বড় নেতাদের পিছু দৌঁড়াচ্ছে। সরকারি গ্যাস চুরি করে চুনা পাথর পুড়িয়ে রাতা রাতি কালো টাকার মালিক হয়ে বিভিন্ন শিক্ষা পতিষ্ঠান ও মসজিদ, মাদরাসার দাতা সদস্য হয়ে সমাজসেবক দাবিদার আনোয়ার আওয়ামীলীগের কাদে ভর করে কাউন্সিলর হওয়ার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করছেন ১ নং ওয়ার্ডের সাধারণ মানুষ।


Related News

Comments are Closed