Main Menu

সিদ্ধিরগঞ্জে ৩২’পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

kalerchitro 19.07সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩২’পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪’মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত শুক্রবার রাত ১’টায় এএসআই হারুন মিয়া সঙ্গীয় ফোর্স সহকারে নাসিক ৯নং ওয়ার্ড জালকুড়ি মাঝপাড়া ইংয় সোসাইটি মসজিদের সামনে অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাসি করে ৩২’পিচ ইয়াবা ট্যাবলেট উদ্বারসহ ধৃতদের গ্রেফতার করে। ধৃতরা হলো থানাধিন জালকুড়ি পশ্চিমপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে নবী হোসেন (২৫), নূরুদ্দিন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২২), আমীর আলীর ছেলে জাকির পাগলা (৪৫) ও আনছার আলীর ছেলে জুবায়ের (১৯)। ধৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক গতকাল শনিবার দুপুরে আদালতে প্রেরণ করে।


Related News

Comments are Closed