Main Menu

ভারতে সেতু ধস, ২২ জন নিখোঁজ

ভারতের পশ্চিমাঞ্চলে প্রচন্ড স্রোতে বয়ে চলা একটি নদীতে দু’টি বাস পড়ে যাওয়ায় কমপক্ষে ২২ জন নিখোঁজ রয়েছে। গত কয়েকদিনের প্রবল মৌসুমি বৃষ্টিপাতের কারণে সেতু ধসে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
বুধবার কর্মকর্তারা একথা জানান।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের দক্ষিণে মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্রোতে ভেসে যাওয়া যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
টেলিভিশনের ভিডিও ফুটেজে ব্রিটিশ উপনিবেশ আমলে নির্মিত এ সেতুর একটি বড় খন্ড সাবিত্রী নদীতে পড়ে থাকতে দেখা যায়।
রায়গড় জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট সঞ্জয় পাতিল বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘৫০ ফুট লম্বা এ সেতু ধসের ঘটনায় দু’টি বাসের ২২ জন যাত্রী নিখোঁজ রয়েছে।’
ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান বলেন, জরুরি কর্মীরা বিভিন্ন আধুনিক সরঞ্জামাদির সাহায্যে নিখোঁজদের সন্ধানে নদীতে অভিযান চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর প্রধান ও.পি সিং বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে এ ঘটনায় কিছু গাড়ি ও লোক স্রোতে ভেসে যায়। আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।’


Related News

Comments are Closed