Main Menu

ট্রাফিক পুলিশের অভিযানে ১৫ ফেন্সেডিল সহ আটক ১

pik1রিপোর্টার: মোঃ জাবেদ হোসেন

ট্রাফিক পুলিশের অভিযানে ১৫ ফেন্সেডিল সহ আলম হোসেন নামে এক যুবকে আটক করা হয় ।পুলিশ সুত্রে যানাজায় যে, গত ২৩ জুন শনিবার রাত ৯টা ৩০ মি.বাস স্টান্ড এলাকাতে চেকপোস্ট বসালে। শহর থেকে ওয়ালেস যাওয়ার পথে ওয়ালেস এলাকার নুরু মিয়ার ছেলে আলম হোসেন মিয়া (৩৭) কে সার্জেন্ট আলম ও রফিকুল ইসলাম গাড়ি থামায়ে। গাড়িতে থাকা তাদের চেক করা অবস্থায় মরট সাইকেল রেখেই পালিয়ে যাওয়ার চেস্ট করলে তাকে দৌড়ে বিষ্ণদী রোড়ের ভিতর থেকে আলম হোসেন মিয়াকে ধড়ে বাকি অঘাত ২ জন পালিয়ে যায়। চেক করলে সাথে থাকা ১৫ ফেন্সেডিল লাল রংঙের ১৫০ সিসি পালসার যার নং ঢাকা মেট্র ল-১৭-৮৭৮০ আটক করা হয় । পরে আটক আলম হোসেন কে চাঁদপুর মডেল থানায়র হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়।অভিযান টি পরিচালোনা করেন সার্জেন্ট হাছান ,আলম ,রফিকুল ইসলাম, ট্রাফিক কষ্ঠেবল সুমন ,শাহাদাত ।






Related News

Comments are Closed