Main Menu

শামীম ওসমানের জনসভা সফল করতে সিদ্ধিরগঞ্জ সিরাজুল ইসলাম মন্ডল নেতৃত্বে বিশাল গাড়ী বহর

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল উদ্যোগে ও মহান স্বাধীনতা দিবস জাতীয় দিবস উপলক্ষে নারায়নগঞ্জ ৪ আসনের এম পি শামীম ্ওসমানের আলোাচনা সফল করতে সিদ্ধিরগঞ্জের এসও মেঘনা ডিপোর মন্ডল পাড়া থেকে মন্ডলের নেতৃত্বে বিশাল ৫০টি কোমল ,ট্রাক,সিএনজি গাড়ী বহর ,ডাক-ঢোল ব্যান্ড বাজিয়ে মিছিল নিয়ে নারায়নগঞ্জ ২নং রেল গেইট শামীম ্ওসমানের জনসভায় অংশ গ্রহণ করেন। ২৬মার্চ শনিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২ঘটিকার সময় সিরাজুল ইসলাম মন্ডলের নেতৃত্বে মিছিলে ছিলেন জেলা মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোঃ আনোয়ার হোসেন সহ প্রায় হাজার হাজার লোক নিয়ে এসও থেকে শুরু করে নারায়নগঞ্জ ২নং রেল গেইট গিয়ে শেষ করে আলোচনা সভা অংশ গ্রহণ করেন। মহান স্বাধীনতা ও লাখো শহীদের রক্তে রঞ্জিত জাতীয় দিবস ২৬ মার্চ। ২৬ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত লাল সবুজের পতাক্ াওড়োনোর আনন্দ ও বিশ্বে লাল সবুজ পতাকা পরিচিতি লাভ করে। মন্ডলে জনকল্যাণে অবিরাম কাজ করে যাচ্ছেন নাসিক ৬নং ওয়ার্ডের জনগণের।তাই শাশীম ওসমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।


Related News

Comments are Closed