Main Menu

নাসিক ৩নং ওয়ার্ড সানারপাড় ১৯শ’৭১’সালের ২৫’মার্চ কালো রাত্রীর স্বরণে ওয়ার্ড যুালীগ ও ছাত্রলীগের মোমবাতী প্রজ্বলিত বিক্ষোভ মিছিল

3 (Medium)নাসিক ৩নং ওয়ার্ড সানারপাড় এলাকায় ১৯শ’৭১’সালের ২৫’মার্চ কালো রাত্রীর স্বরণে ওয়ার্ড যুালীগ ও ছাত্রলীগের মোমবাতী প্রজ্বলিত বিক্ষোভ মিছিল । গতকাল শুক্রবার রাত সাড়ে ৯’টায় নাসিক ৩নং ওয়ার্ড যুবলীগ সাধারন সম্পাদক নেতা তোফায়েল হোসেনের নেতৃত্বে সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয় থেকে একটি মোমবাতী প্রজ্বলিত বিক্ষোভ মিছিল নিয়ে সানারপাড় বাসষ্টান্ডে গিয়ে শেষ হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা হাজ্বী জাহাঙ্গীর হোসেন, সেলিম মিয়া, মুকবুল হোসেন, যুবলীগ নেতা মনির হোসেন ভূইয়া, নিজাম খোকন, আরজু মিয়া, কাজী জসিম উদ্দিন, সেচ্ছসেবকলীগ নেতা নাদীরুজ্জামান নাদু, মোস্তফা, জগন্নাত বিশ্ববিদ্যালয়ের উপগ্রহন্থা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম সাকিব, নাসিক ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারন সম্পদক আব্দুল্লা আল মামুন, সিনিয়র সহ-সভাপতি মনোয়ার আহম্মেদ তামিম, যুগ্ন সাধারন সম্পাদক সজল মাহমুদ, প্রচার সম্পাদক জুয়েল রানা বাবু, মাসুম, রিপন, সাকিফ, আবির, আরিফ, ফয়সাল, তানজিল, সিফাত,সাকিল প্রমূখ।


Related News

Comments are Closed