Main Menu

পাঁচানী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ৯ জনের মনোনয়নপত্র জমা

মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর উপজেলার পাঁচানী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২০১৬ এর রোববার ছিলো প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে অভিভাবক শাখা পদে ৪ জন, দাতা সদস্য পদে ১ জন, সংরক্ষিত মহিলা আসনে ১ জন, শিক্ষক প্রতিনিধি (পুরুষ) পদে ২ জন এবং সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে ১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। গত রোববার এ সময় পাঁচআনী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২০১৬ এর রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও মোহনপুর ইউপির স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল, পাঁচআনী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এসএম মহসিন, পাঁচআনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, মোহনপুর ইউপির কমিউনিটির পুলিশিং কমিটির সভাপতি গোলাম মর্তুজা প্রমানিক, মোহনপুর ইউপি সদস্য সমাজসেবক মোঃ রায়ফল মেম্বার, যুবলীগ নেতা ইকবাল হোসেন জয়, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ কামাল হোসেন খান উপস্থিত ছিলেন।
গতকাল সোমবার দাখিলকৃত প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়। যে সকল প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন নি¤েœ তাদের নাম উল্ল্যেখ করা হলো- স্কুলের দাতা সদস্য পদে মোঃ রফিক আহমেদ, অভিভাবক সদস্য পদে মোঃ ফয়েজ আহমেদ, মোঃ রফিক, মোঃ আফসার উদ্দিন (মোশাররফ), মোঃ মসিউর রহমান, সংরক্ষিত মহিলা আসেন পদে উম্মুল আয়মা, শিক্ষক প্রতিনিধি পদে মোঃ রফিকুল ইসলাম, মোঃ রুহুল আমিন ও মহিলা শিক্ষক প্রতিনিধি পদে রীতা বালা। এছাড়াও এ কার্যকরি কমিটির সদস্য সচিব পদে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান পদাধিকার বলে সদস্য সচিব থাকবেন।


Related News

Comments are Closed