Main Menu

নৌ পুলিশের বিশেষ অভিযানে ১ জেলে আটক

IMG_0831মোঃ জাবেদ হোসেন ॥ নৌ পুলিশের অভিযানে  ১ জেলেকে আটক করা হয়েছে। গত ২০ মার্চ রোববার সকাল ৮ টায় অভিযান চালিয়ে উত্তর  শ্রীরামদী টিলা বাড়ীর এলাকার নদীর পাড়ে থেকে নৌ পুলিশের ইনচার্য শহিদুল ইসলাম নেতৃত্বে  এ এস আই মুনসুর হেলাল, এ এস আই জসিম  সহ  সঙ্গীয় ফোর্স নিয়ে ১ জেলে কে আটক করে । তার কাছ থেকে ৬ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। আটককৃত জাল পুরিয়ে ফেলা হয় ও জাটকা ইলিশ গরিব ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়। নৌ পুলিশ  সুত্রে  জানাযায়  য়ে , টিলাবাড়ী এলাকার  নদীর পাড়ে মৃত জিন্নত আলী  বেপারীর ছেলে নুর মহাম্মদ  বেপারী (৫৫) কে গোপন সংবাদের বিত্তিতে সকাল ৮টায় নদী থেকে মাছ শিকার শেষে নদীর পাড়ে আসলে তাকে ৬হাজার মিটার কারেন্ট জাল , ৪০ কেজী সহ আটক করা হয় । পরে দুপুর ১ টায়  ভ্রামম্যান  আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ মোঃ কামাল চৌধুরীর ২ বসরের কারাদন্ড দেয় নুর মহাম্মদ  বেপারী কে।


Related News

Comments are Closed