Main Menu

সিদ্ধিরগ ঞ্জর হাবিবুল্লা ইর্ষ্টান আইডিয়াল কলেজের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

1 (Medium)সিদ্ধিরগঞ্জের থানাধিন হাউজিং এলাকায় হাবিবুল্লা ইর্ষ্টান আইডিয়াল কলেজের ( সাবেক ইর্ষ্টান আইডিয়াল কলেজ) ২০১৬’সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। গতকাল শনিবার সকাল ১০’টায় কলেজ ক্যাম্পাসে আয়োজন, মিলাদ ও দোয়ার মাধ্যমে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ড.একেএম আমিনুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী. শিক্ষানুরাগী ও কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাবিবুল্লাহ্ হবুল। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন- কলেজের পরিচালক আলহাজ্ব এমএ মান্নান, আলী হোসেন, মোহাম্মদ দেলোয়ার , জিন্নাহ, দুলাল, আহমেদ গনী, সামসুল আলমসহ এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিবাবকরা। এ সময় বিদায় শিক্ষার্থীদের উদ্দ্যেশে কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাবিবুল্লাহ্ বলেন, পরীক্ষায় পাশ করা যায়। কিš‘ সু-শিক্ষা গ্রহণ করা কঠিন। আমি শিক্ষার্থীদের কাছে আশা করবো তোমরা সু-শিক্ষা গ্রহণ কর, যোগ্য, ন্যায়নিষ্ঠা, কর্মঠ ও দেশ প্রেমিক নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত কর। তাহলে সামনে পথ চলতে কোন বাধা আর বাধা মনে হবেনা। তিনি আরো বলেন, বিদায় বলতে কোন কথা আমি বিশ্বাস করিনা। তোমারা পরীক্ষা দিবে তাই তোমাদের সুন্দর ভবিষ্যত গড়ার উৎসাহ প্রেরনা দিতেই আজকের এ অনুষ্ঠান। কলেজের অধ্যক্ষ ড.একেএম আমিনুল হক বলেন, তোমাদেরকে শিক্ষা-দীক্ষা, নীতি-নৈতিকতায় সু-মানুষ হিসেবে গড়ে তুলার প্রচেষ্টা আমার। তোমাদের সুপ্ত মেধার পরিপূর্ণ বিকাশের চেষ্টা করেছি আমরা। আশা করবো ভালো ফলা-ফল করে তোমরা তোমাদের কলেজ ও পরিবারের সুনাম বয়ে এনে নিজেদের সু-প্রতষ্ঠিত করবে। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন, বিশিষ্ট সাংবাদিক ও কলেজের সমাজ-বিজ্ঞান বিষয়ের প্রভাষক মোঃ আমির হোসেন।


Related News

Comments are Closed