Main Menu

কিউট কসমেটিক কারখানার নিরাপত্তা প্রহরী কদম আলী শিমরাইল মোড়ে সড়ক দুর্ঘটায় নিহত

নিজস্ব সংবাদদাতা:
সিp4-16-01-16দ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় মারা গেছেন কিউট কসমেটিক কারখানার নিরাপত্তা প্রহরী কদম আলী (৭০)। গতকাল শনিবার সকাল ৬ টায় সড়ক পারাপারের সময় তিনি গাড়ির চাপায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন। কদম আলী ময়মনসিংহ জেলা সদর থানার সুতিয়াখালী এলাতার মৃত ইউনুস আলীর ছেলে। তিনি সোনারগা থানার নোয়াপুর এলাকাস্থ কিউট কসমেটিক কারখানার নিরাপত্তা প্রহরী।সাবেক পোল্ট্রি বিজ্ঞান বিভাগের চতুর্থ শ্রেনীর কর্মচারী এই কদম আলীর স্ত্রী,৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে।খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই অখিল রঞ্চন সরকার সঙ্গীয় ফোর্সসহ নিহতের লাশ উদ্ধার করেন।


Related News

Comments are Closed