Main Menu

টাকার বিনিময়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সামছুল আলম মাদক ব্যবসায়ী ছেড়ে দেয়ার অভিযোগ

সিদ্ধিরগঞ্জ থানাধিন মধ্য সানারপাড়ের মাদক সম্্রাট রূপচাঁনকে ৩০’পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে এসআই সামছুল আলম । পরে ৭০’হাজার টাকা উৎকোচ পেয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন এসআই সামছুল আলম। জানা গেছে,সিদ্ধিরগঞ্জ থানার এসআই সাশছুল আলম গত মঙ্গলবার রাতে জালকুড়ি এলাকায় টিউটি করলেও সোর্স বুট্টুসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ১০’ টায় মধ্য সানারপাড়ের আবেদ আলীর ছেলে মাদক সম্্রাট রূপচাঁনকে(৪৫) ৩০’পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক কবরে। আটককৃত রূপচাঁনকে থানায় না নিয়ে পুলিশের টহল গাড়িতে করে এসআই সামছুল আলম আবার টিউটি করতে চলে যায় তার নির্ধারিত এলাকায়। পরে রাত ২’টায় সানারপাড় এলাকার এক দাপটি লোকের মধ্যস্থতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় বাস ষ্ট্যান্ড সংরগ্ন পিডিকে ফিলিং ষ্টেশনে বসে দেন দরবার করে ৭০’হাজার টাকা দিয়ে পুলিশের কাছ থেকে মাদক সম্্রাট রূপচাঁনকে ছড়িয়ে রাখা হয় বলে নির্ভরযোগ্য সূত্রটি জানায়। এ বিষয়ে এসআই সামছুল আলমের সাথে কথা হলে তিনি জানান, সানারপাড় থেকে রূপচাঁন নামে কাউকে মাদক দ্রব্যসহ আটকই করা হয়নি। ছেড়ে দেওয়ার বিষয়টি প্রশ্নই উঠেনা। তাছাড়া মঙ্গলবার রাতে তিনি  জালকুড়ি এলাকায় টিউটি করেছেন জানিয়ে বলেন, একজন মামলার আসামি গ্রেফতার করা হয়েছে। তাকে ছাড়া হয়নি, রূপচাঁনকে আটক করে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার তথ্য সঠিক নয়।


Related News

Comments are Closed