Main Menu

৪নং শাহ্ মাহম্মুদপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড যুবলীগের সদস্য কে কুপিয়ে জখম

20160112-0001মোঃ জাবেদ হোসেন ॥
চাঁদপুর সদর উপজেলাধীন ৪নং শাহ্ মাহম্মুদপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবলিগের সদস্য গৌরাঙ্গ দে কে কুপিয়ে জখম করার ঘটনা খবর পাওয়া যায়। ঘটনাটি ঘটে গতকাল দুপুর ১২টায় ৪নং শাহ্ মাহম্মুদপুর ইউনিয়নের কুমারডুগি এলাকা কেতুয়া গ্রামের মৃত মৃরÍন জয় দের ছেলে গৌরাঙ্গ দে (২৫)নিজস্ব ধানি জমিতে ধান রোপন করতে গেলে আমাকে বাধা প্রধান করেন। গরুতর আহত ৩ নংওয়ার্ড যুবলিগের সদস্য গৌরাঙ্গ দে (২৫) এর সাথে আলাপ করলে তিনি জানান যে, আমি আমার নিজস্ব  জমিতে সকালে ১১দিকে ধান রোপন করার জন্য ধানি জমি  হাল চাষের গেলে ঐ এলাকার মৃত দৌর আলি পাটোওয়ারী ছেলে শাজাহান পাটোওয়ারী (৫০)আমাকে ডেকে বলে ধান চাষের কাজ বন্দ রাখো আমি তার কাছে গিয়ে জানতে চাইলে তার ছেলে শৈকত পাটোওয়ারী (২২),একই গ্রমের রুস্তম খাঁনের ছেলে সোহাগ খাঁন ভুট্টু(২৮)আমাকে দেশীয় খুর ও চাপাতি দিয়ে কুপ ছাড়লে তা ঠেকাতে গেলে মাটিতে পড়ে যাই এর পরে শাহাজান পাটোয়ারী আমাকে মাটি থেকে তুলে দরে রাখে তার ছেলে ব্ট্টুু খুর দিয়ে কুপাতে থাকে এর পরে তার সন্তাসী বাহিনী আস্রাফ খান (৩০)মিলোন পাটোওয়ারী (৩৫) এসে এলো পাতারী হকস্টিক ও লাঠি দিয়ে আঘাত করে নিলা ফুলা জখম করলে আমার অঙ্গেন হয়ে যাই। এদিকে ঐ এলাকার সি এন জি ড্রাবার নাজির গাড়ি চালিয়ে যাওয়ার সময় দেখতে পেয়ে তাকে উদ্দার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ঘুরুতর আহত অবস্থায় ভর্তি করানো হয়।সে বর্তমানে সার্জারী বি-পু-১১নং বেডে চিকিসায় দীন রয়েছে ।এব্যাপারে  চাঁদপুর মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে।


Related News

Comments are Closed