Main Menu

মতলব উত্তরে পল্লীবিদ্যুতের স্পট মিটারিং কার্যক্রমের উদ্বোধন

Matlab news picমনিরুল ইসলাম মনির ॥
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর উপজেলা জোনাল অফিসের উদ্যোগে স্পট মিটারিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ গাজিপুর গ্রামের এ কার্যক্রমের উদ্বোধন করেন- ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আবুল কালাম। এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সহ-সভাপতি মোঃ মফিজুল ইসলাম, এজিএম (ভারপ্রাপ্ত) সহিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা সেলিম আল-দ্বীন, ওয়ারিং পরিদর্শক মোঃ সুজন রানা, মিটার টেস্টার আতিকুল ইসলাম লিটন প্রমূখ। এ কার্যক্রমের অংশ হিসেবে অর্ধশত গ্রাহককে মিটার সংযোগ প্রদান করা হয়। ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আবুল কালাম বলেন- কম খরচে দ্রুত সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্পট মিটারিং কার্যক্রম নেয়া হয়েছে। আজ এ কার্যক্রমের সূচনা করা হলো। ক্রমান্নয়য়ে প্রতিটি এলাকায় এ কার্যক্রম চলবে। তিনি আরো বলেন, গ্রাহক হয়রানি, দালালমুক্ত সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
সুবিধাপ্রাপ্ত গ্রাহকরা বলেন, কম খরচে হাতে কাছে এ বিদ্যুৎ সেবা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের কাছে এসে পল্লী বিদ্যুতের এ সেবা দেওয়ায় দালালের কবল থেকে আমরা মুক্ত। এ কার্যক্রম অব্যাহত থাকলে এলাকার মানুষ উপকৃত হবে।


Related News

Comments are Closed