Main Menu

মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের হার রেকর্ড সংখ্যক

মোঃ সৌরভ মীরঃ মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ নাজমুল হাসান এর চৌতশ ক্রিতিত্তে বন্দর থানায় ৯৯.১৯% পাশের হার নিয়ে প্রথম স্থান দখল করেছেন মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়।জানা যায় তিনি গত ২০১৩ এর ১৭ ই জুনে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্দালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব গ্রহনের পূর্বে যেখানে উক্ত বিদ্দালয়ের পাশের হার ছিল মাত্র ৮৮%। তিনি দায়িত্ব গ্রহনের পর প্রথম বৎসরেই এস এস সির পাশের হার গিয়ে দাড়ায় ৯৭.৫৭%। যা ছিল উক্ত বিদ্যালয়ের জন্য রেকর্ড মূলক ফলাফল। শুধু এই নয় ২য় বৎসর তিনি আরও চমক নিয়ে আসেন,তা হচ্ছে, অর্থাৎ ২০১৪ ইং সালের এস এস সির পাশের হার গিয়ে দাড়ায় ৯৮.২৭%, যার ফলে বন্দর থানায় মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ২য় স্থান অধিকার করে। ৩য় বৎসর তিনি জে এস সি তে আরও বড় চমক নিয়ে আসেন, যা হয় মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের জন্য বড় এক অর্জন। জে এস সি তে ২০১৫ ইং সালের বন্দর থানায় ১ নাম্বারে উঠে আসে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়।মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ২০১৫ ইং সালের জে এস সি এর ফলাফল আসে ৯৯.২৭ %। মোট পরীক্ষার্থী ছিল ৪১২ জন, যার মধ্যে পাশ করেছিল ৪০৯ জন এবং A+ ছিল ৩৯ জন ও A ছিল ৩১২ জন। এই প্রসঙ্গে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা সাংবাদিকদেরকে উৎসাহ ও গর্বের সাথে জানান,আমাদের প্রধান শিক্ষককে পেয়ে আমরা গর্বিত ও উৎসাহিত। তিনি আমাদের কে সব সময় লেখাপড়ার প্রতি আগ্রহী হউয়ার জন্য সুপরামর্শ দেন। আমরা যেন সব সময় এই শিক্ষকের অনুসারী হয়ে থাকতে পারি।এই প্রসঙ্গে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি জনাব আব্দুল হাই(প্রাক্তন চেয়ারম্যান) কে তার উক্তি বেক্ত করতে বললে,তিনি আমাদেরকে বলেন আমরা সবার কাছে উক্ত ইস্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের জন্য দোয়া কামনা করছি এবং তিনি আরও বলেন আমরা উক্ত ইস্কুলের নব নির্বাচিত কমিটির সদস্যরা আপ্রানভাবে চেষ্টা করব যেন ইস্কুলের ফলাফল ভবিষ্যতে আরো ভাল হয়।


Related News

Comments are Closed