Main Menu

রূপগঞ্জে শিক্ষার্থীরা শতভাগ পাশ করায় আনন্দ মিছিল ও র‌্যালী

গোলাম মোস্তফা তুহিন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঙ্গলবার সকাল ১১ টায় ব্রাইট স্টার ইন্টারন্যাশনাল স্কুল ও প্রভাতি কিন্ডার গাটেন এন্ড হাই স্কুলের পি এস সি ও জে এস সি পরিক্ষায়  প্রথম স্থান হওয়ায় শিক্ষার্থীরা শতভাগ পাশ করায় আনন্দ মিছিল ও র‌্যালী করেন ।  এ সময় উপস্থিত ছিলেন ব্রাইট স্টার ইন্টারন্যাশনাল  স্কুলের প্রতিষ্ঠাতা  পরিচালক ও অধ্যক্ষ লায়ন সালেহ আহমেদ ও প্রভাতি কিন্ডার গাটেন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা  পরিচালক ঝুমা বেগম ।


Related News

Comments are Closed