Main Menu

রূপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা

rupgonj pho 4গোলাম মোস্তফা তুহিন:
রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন।
সভায় বক্তব্যে রাখেন, সাংবাদিক মকবুল হোসেন, মনির হোসেন মনু, এস এ সোহেল, খলিল সিকদার, মাসুদ করিম, আশিকুর রহমান হান্নান, জাহাঙ্গীর আলম হানিফ, এসএম শাহাদাৎ , আনোয়ার হোসেন, নাজমুল হুদা, শফিকুল আলম ভুইয়া, গোলাম কাউসার দিলু, মাহবুব আলম প্রিয়, সুশিল সরকার, নিজাম উদ্দিন আহম্মেদ ও তাবিবুল কাদির তমাল,   প্রমুখ। সভায় মাদক, মানবপাচার, যৌতুক, বাল্য বিয়ে বন্ধসহ বিভিন্ন প্রকার অপরাধমুলক কর্মকান্ড নিয়ে আলোচনা হয়।  এছাড়া এসব বিষয়ে উপজেলার প্রতিটি এলাকায় গণসচেতনা গড়ে তোলার আহবান জানানো হয়।


Related News

Comments are Closed