Main Menu

আগস্টে যুক্তরাষ্ট্রে পৌনে ২ লাখ লোকের কর্মসংস্থান

ttttttডেস্ক রিপোর্ট  :  গত মাসে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৩ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। মার্কিন শ্রম বিভাগ শুক্রবার এ তথ্য জানিয়েছে। ফলে দেশটিতে বর্তমানে বেকারের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ১

বিবিসির খবরে বলা হয়েছে, বিশ্লেষকরা ধারণা করেছিলেন আগস্ট মাসে ২ লাখ ১৭ লোকের কর্মসংস্থান হবে। কিন্তু তা হয়নি। তবে শ্রম বিভাগ বলেছে, কর্মসংস্থানের সংখ্যাটি পুনরায় পরীক্ষা করে দেখবে। কারণ তারা মনে করছেন, প্রকৃত সংখ্যা আরও বেশি হবে।

নতুন কর্মসংস্থানের কারণে দেশটিতে বেকারের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ১। যা ২০০৮ সালের পর সবচেয়ে কম। জুলাই মাসে ছিল ৫ দশমিক ৩ শতাংশ।


Related News

Comments are Closed