Main Menu

থাইল্যান্ডে মৎস্য খাতে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া হতে পারে

news-4অনলাইন ডেস্ক- থাইল্যান্ডের ক্রমবর্ধমান মৎস্য খাতে শ্রমিক ঘাটতি ক্রমেই বাড়ছে। এ ঘাটতি পূরণে শিগগিরই বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় দেশটি। গত বৃহস্পতিবার থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনের সঙ্গে সাক্ষাতে এ আগ্রহ দেখান দেশটির শ্রম বিভাগের স্থায়ী সচিব জেরাসাক সুকনথ্যাচার্ট।

জানা গেছে, গত বৃহস্পতিবার কাজী ইমতিয়াজ হোসেনের বিদায়ী অনুষ্ঠানে যোগ দেন জেরাসাক সুকনথ্যাচার্ট। এ সময় তিনি রাষ্ট্রদূতকে থাইল্যান্ডের মৎস্য খাতে শ্রমিক ঘাটতির বিষয়ে অবহিত করেন। সেই সঙ্গে বাংলাদেশ থেকে এ খাতে শ্রমিক নেয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি। জেরাসাক সুকনথ্যাচার্ট জানান, আগামী চার বছরে থাইল্যান্ডে বিভিন্ন খাতে কতসংখ্যক বিদেশী শ্রমিক প্রয়োজন হবে, তার তালিকা তৈরি হচ্ছে। দুই-তিন মাসের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন হাতে পাওয়া যাবে। এর পরই প্রতিবেশী দেশ মিয়ানমার, কম্বোডিয়া ও লাওস থেকে শ্রমিক আমদানি করা হবে। তার পরও যদি ঘাটতি পূরণ না হয়, তাহলে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার পরিকল্পনা রয়েছে দেশটির।


Related News

Comments are Closed