Main Menu

পানযোগ্য বই: মিলবে তথ্য ও বিশুদ্ধ পানি

news-2অন্যরকম খবর- বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে পানিতে ফেললে পানি বিশুদ্ধ হবে, এমন একটি বইয়ের প্রথম মাঠ পরীক্ষণ সফলভাবে প্রমাণিত হয়েছে। এই ‘পানযোগ্য বই’য়ের পৃষ্ঠাগুলোতে লেখা রয়েছে কেন পানি বিশুদ্ধ করা প্রয়োজন এবং সেটা কিভাবে করা যায়। আর পৃষ্ঠাগুলোতে রয়েছে রূপা ও তামার ক্ষুদে কণার আস্তরণ যা মূলত পানিতে থাকা ব্যাকটেরিয়া মেরে ফেলে।

পরীক্ষণে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও গানার ২৫টি দুষিত উৎস থেকে পানি সংগ্রহ করে এই পানযোগ্য বইয়ের পৃষ্ঠা ব্যাবহার করবার পর দেখা গেছে পানি থেকে শতকরা ৯৯ ভাগেরও বেশী ব্যাকটেরিয়া দূরীভূত হয়েছে। ফলে যে পানি পাওয়া যাচ্ছে তা যুক্তরাষ্ট্রের ট্যাপে সরবরাহ করা পানির মতোই ব্যাকটেরিয়া মুক্ত বলে উল্লেখ করেছেন গবেষকরা।

যুক্তরাষ্ট্রের বোস্টনে আমেরিকান কেমিক্যাল সোসাইটির ২৫০তম জাতীয় বৈঠকে এই ফলাফল উপস্থাপন করা হয়।


Related News

Comments are Closed