March 29, 2024, 1:50 am

কেশবপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

শামীম আখতার,বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিবাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুরে কেশবপুর থানা ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর যৌথ আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে থানা কম্পাউন্ড থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বর গিয়ে শেষ করা হয়।

অনুষ্ঠানে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন এর সভাপতিত্বে র‍্যালিতে অংশগ্রহণ করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক আবু বক্কার সিদ্দিক, নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামান তৌহিদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, সেকেন্ড অফিসার (এসআই) মোঃ তারিকুল ইসলাম, এসআই লিখন কুমার সরকার, আজিজুর রহমান, হাসান মাহমুদ, অনিমেষ বিশ্বাস, জয়, বিদূষ দাস, ওয়ালিউল, আবুল হোসেন এবং এএসআই মনিরুজ্জামান মনির, কাজী রহমত আলী, মোক্তার হোসেন, রবিউল ইসলাম, তপতী সহ থানা পুলিশের সকল সদস্যবৃন্দ ও উপজেলার গ্রাম পুলিশের সদস্যবৃন্দ ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ।
এছাড়াও উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার শতশত মানুষ র‍্যালিতে অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা